বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শহীদ চাঁন্দু স্টেডিয়ামের দাবি পূরণ না হলে আত্মাহুতির হুমকি 

বগুড়া প্রতিনিধি

শহীদ চাঁন্দু স্টেডিয়ামের দাবি পূরণ না হলে আত্মাহুতির হুমকি 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিলের প্রতিবাদে কাফনের কাপড় পরে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ক্রিকেট ভক্ত বগুড়া শহরের বউ বাজার এলাকার মো. রুমেল নামের একজন যুবক। 

গত মঙ্গলবার তৃতীয় দিনের মত সকালে শহরের সাতমাথায় বগুড়া জিলা স্কুলসংলগ্ন ফুটপাতে অনশনে বসেন রুমেল। এ সময় নানা শ্রেণিপেশার মানুষ তার কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সন্ধ্যায় সুশাসনেরর জন্য নাগরিক সুজন জেলা কিমিটির নেতারা দেখা করেন রুমেলের সাথে ও একাত্বতা ঘোষণা করেন। 

মো. রুমেল সাংবাদিকদের বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়াবাসীর আত্মার সঙ্গে মিশে আছে। সেই ক্রিকেট ভেন্যু বাতিলের বিষয়ে বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহার ও বিভিন্ন ম্যাচ আয়োজনের ঘোষণা না দেয়া পর্যন্ত এ অনশন চালিয়ে যাব। বগুড়াবাসীর প্রাণের দাবি আদায়ে প্রয়োজনে আত্মাহুতি দেব।

টিএইচ